নিউজিল্যান্ডে নতুন করে অন্তত দু’জন প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (১৬ জুন) দেশটির সরকার বলছে, টানা ২৪ দিন করোনা শূন্য থাকার পর দুইজন রোগী পাওয়া গেছে, যারা সম্প্রতি যুক্তরাজ্য থেকে ফিরেছেন। গত সপ্তাহে প্রথমবারের মতো সামাজিক এবং অর্থনৈতিক বিধি-নিষেধ প্রত্যাহার করে নেয় দেশটি। তবে সীমান্ত খোলার বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়া হয়নি।

দেশটির স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক অ্যাশলে ব্লুমফিল্ড এক সংবাদ সম্মেলনে বলেন, নতুন যে দু’জন করোনায় আক্রান্ত হয়েছেন; তাদের বয়স ৩০ এবং ৪০ বছর। তারা দু’জনই নারী। ওয়েলিংটনে তাদের মৃত বাবাকে দেখতে আসেন।

ব্লুমফিল্ড বলেন, দোহা এবং ব্রিসবেন হয়ে গত ৭ জুন নিউজিল্যান্ডে ফেরেন তারা। পরে অকল্যান্ডে সরকারি এক স্থাপনায় আইসোলেশনে ছিলেন। মৃত বাবাকে দেখতে ওয়েলিংটনে যাওয়ার জন্য বিশেষ অনুমতি দেয়া হয় তাদের। তারা এখনও স্বেচ্ছা আইসোলেশনে আছেন। এ নিয়ে নিউজিল্যান্ডে করোনায় আক্রান্তের সংখ্যা এক হাজার ৫০৬ জনে পৌঁছেছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে মারা গেছেন মাত্র ২২ জন।