আজ রাত ১২টার পর থেকে লকডাউন হচ্ছে না রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা। গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। জানা গেছে, গতকাল ওই এলাকায় মাইকিং করে আজ থেকে লকডাউন করা হবে- এমন সিদ্ধান্তে স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। নির্দেশনার ‘ভুল বোঝাবুঝির’ কারণেই এমন ঘোষণা। এমন পরিস্থিতিতে উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়, আজ থেকে সেখানে লকডাউন হচ্ছে না।

এদিকে, গত ১ জুন সরকারের উচ্চপর্যায়ের এক সভায় করোনার সংক্রমণ বিবেচনায় দেশের বিভিন্ন এলাকাকে লাল, হলুদ ও সবুজ এলাকায় ভাগ করে ভিন্নমাত্রায় এলাকাভিত্তিক লকডাউন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তারই ধারাবাহিকতায় গত ৯ জুন দিবাগত রাত থেকে ঢাকার পূর্ব রাজাবাজারে লকডাউন চলছে। বর্তমানে লকডাউনের জন্য ঢাকার বিভিন্ন এলাকা চিহ্নিত করার কাজ করছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে গতকাল বুধবার পর্যন্ত তা সুর্নিদিষ্ট হয়নি।