গাজীপুরের কালিয়াকৈরে বৃহষ্পতিবার পুলিশের সঙ্গে ‘বন্দুক যুদ্ধে’ মাদক ব্যবসায়ী এক যুবক নিহত হয়েছে। এসময় আহত হয়েছে পুলিশের চার সদস্য। নিহতের নাম হানিফ (৩০)। সে কালিয়াকৈর উপজেলার হাবিবপুর গ্রামের মোঃ কাঞ্চন শিকদারের ছেলে। তার নামে কালিয়াকৈর থানায় ১০টি মামলা রয়েছে।

কালিয়াকৈর থানার ওসি আলমগীর হোসেন মজুমদার বলেন, কালিয়াকৈর উপজেলার হাবিবপুর এলাকা থেকে কুখ্যাত ডাকাত, চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী আবু হানিফকে বুধবার রাতে আটক করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী তাকে নিয়ে বৃহষ্পতিবার ভোররাতে ওই এলাকায় অস্ত্র উদ্ধারে যায়। এসময় হানিফের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে পুলিশ সদস্যরাও পাল্টা গুলি ছুড়ে। এ ঘটনার একপর্যায়ে পুলিশকে ফাঁকি দিয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে হানিফ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। এসময় হানিফের সহযোগীরা পিছু হটে পালিয়ে যায়। এ ঘটনায় কালিয়াকৈর থানার এসআই মাহবুব হোসেন ও এএসআই সুলতানসহ পুলিশের চার সদস্য আহত হন। আহতদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত আবু হানিফের বিরুদ্ধে সন্ত্রাস, ডাকাতি, মাদক ব্যবসা ও নারী নির্যাতনসহ বিভিন্ন ঘটনায় কালিয়াকৈর থানায় ১০টি মামলা রয়েছে।