করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন প্রবীণ সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী। তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন ছেলে সাগর লোহানী। আজ শুক্রবার সকালে বাবার করোনা পজিটিভের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। সাগর লোহাসী বলেন, ‘বাবার অবস্থা সংকটাপন্ন। আমরা তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করার চেষ্টা করছি।’

কামাল লোহানীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দুই দিন আগে রাজধানীর পান্থপথ এলাকায় হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয় বলেও জানান তিনি। আজ সকালে সকলের সহযোগিতা চেয়ে ফেসবুক পোস্টে সাগর লোহাসী লিখেন, ‘তাকে (বাবা) সিএমএইচে নেওয়াটা খুব জরুরি। এজন্য সকলের সহযোগিতা চাই।’ গত মাসের মাঝামাঝি  কিডনি সমস্যা ও অন্যান্য জটিলতা সৃষ্টি হওয়ায় কামাল লোহানীকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

প্রসঙ্গত, ২০১৫ সালে একুশে পদক জয়ী এই ব্যক্তিত্ব ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করেন।