টাকার বিনিময়ে করোনাভাইরাস ‘পজিটিভ’ বা ‘নেগেটিভ’ ভুয়া সনদ সরবরাহকারী চক্রের চার সদস্যকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ শনিবার তিন দিনের রিমান্ড শেষে ফজল হক (৪০), মো. শরিফ হোসেন (৩২), মো. জামশেদ (৩০) ও মো. লিয়াকত আলী (৪৩) নামে ওই চার আসামিকে আদালতে হাজির করা হয়। তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মুগদা থানার উপপরিদর্শক (এসআই) ফয়সাল মুন্সী।

ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম শুনানি শেষে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত ১৬ জুন এই চার আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে, গত ১৫ জুন বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর মুগদা এলাকায় অভিযান চালিয়ে করোনাভাইরাসের ভুয়া সনদ প্রদানকারী ফজল হক, মো. শরিফ হোসেন, মো. জামশেদ ও মো. লিয়াকত আলীকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ করোনাভাইরাসের ভুয়া সনদপত্র, দুটি কম্পিউটার, দুটি প্রিন্টার ও দুটি স্ক্যানার উদ্ধার করা হয়।