নওগাঁ জেলায় নতুন করে আরও ৮৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। আক্রান্তদের মধ্যে নওগাঁ পৌরসভার মেয়র, পৌরসভার পাঁচ কর্মকর্তা-কর্মচারী এবং তিন পুলিশ সদস্যও রয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩২৩ জনে দাঁড়াল।

আজ শুক্রবার সকালে জেলা সিভিল সার্জন ডা. আখতারুজ্জামান আলাল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে পৌর মেয়র মো. নজমুল হক সনিসহ পৌরসভার পাঁচ কর্মকর্তা-কর্মচারী ও তিন পুলিশ সদস্যসহ সদর উপজেলায় ৪৬ জন, রানীনগর উপজেলায় দুই জন, আত্রাই উপজেলায় এক জন, মহাদেবপুর উপজেলায় ১৪ জন, মান্দা উপজেলায় ছয়জন, বদলগাছি উপজেলায় পাঁচজন, পত্নীতলা উপজেলায় দুজন, ধামইরহাট উপজেলায় তিনজন, সাপাহার উপজেলায় একজন এবং পোরশা উপজেলায় তিনজন রয়েছেন।

ডা. আখতারুজ্জামান আলাল আরও জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় হোম কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে ১১১ জনকে। এ সময়ে ছাড়পত্র দেওয়া হয়েছে ৮২ জনকে। বর্তমানে কোয়ারেন্টিনে রয়েছেন মোট ১ হাজার ৪৩৪ জন।