গাজীপুরের শ্রীপুরে শনিবার করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে যাওয়ার পথে এক যুবক মারা গেছে। তার নাম ফিরোজ আল-মামুন (৪০)। সে শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে।

নিহতের ভাতিজা জাহাঙ্গীর আলম শেখ জানান, গত কয়েকদিন ধরে করোনা উপসর্গ দেখা দেওয়ায় ফিরোজ আল-মামুন বাড়ীতেই চিকিৎসা নিচ্ছিলেন। তিনি গত ২৫ জুন (বৃহষ্পতিবার) শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টেস্টের জন্য নমুনা দেন। শ্বাস কষ্ট দেখা দেওয়ায় তার অবস্থার অবনতি হয়। একপর্যায়ে শনিবার সকালে মাওনা চৌরাস্তা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তিনি শ্রীপুরের মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি ছিলেন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ দাস জানান, হাসপাতালে আনার আগেই যুবকটির মৃত্যু হয়েছে। তার করোনা টেস্টের রিপোর্ট এখনও আসেনি। তবে তার করোনা উপসর্গ থাকায় স্বাস্থ্য বিধি মেনেই তাকে দাফনের ব্যবস্থা করা হয়।