প্রধানমন্ত্রীর অর্থ সহায়তা পাচ্ছেন গাজীপুরের নন-এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠাণের ৪ সহ¯্রাধিক শিক্ষক-কর্মচারী। করোনা ভাইরাস প্রতিরোধ করতে গিয়ে অর্থাভাবে থাকা নন-এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠাণের ৪১৬৩ জন শিক্ষক-কর্মচারীর জন্য ১ কোটি সাড়ে ৯১ লক্ষাধিক টাকা অনুদান প্রদান করা হয়েছে।

গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম জানান, প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গত ১৭ মার্চ হতে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠাণ বন্ধ রয়েছে। এতে বিপদে পড়েন নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠাণের শিক্ষক কর্মচারীরা। কারণ করোনাকালীন এ সময়ে সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীগণ তাদের বেতন ভাতা নিয়মিত পেলেও নন-এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠাণের শিক্ষক কর্মচারীরা বেতন না পেয়ে বিপদে পড়েন। শিক্ষা প্রতিষ্ঠাণ বন্ধ থাকায় শিক্ষক-কর্মচারীরা তাদের বেতন ভাতা না পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে অর্থকষ্টে দিন কাটাতে থাকেন। এসব অসহায় শিক্ষক-কর্মচারীদের দূর্ভোগের কথা বিবেচনা করে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অনুক’লে অনুদান প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ হতে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের নামের তালিকা আহ্বান করা হয়। সংশ্লিষ্ট বিভাগের নির্দেশনা মোতাবেক যাচাই বাছাই শেষে অন্যান্য জেলার মতো চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে গাজীপুর থেকেও নামের তালিকা পাঠানো হয়। গত ২৫ জুন প্রধানমন্ত্রীর কার্যালয় হতে গাজীপুর জেলার তালিকাভ’ক্ত ৪১৬৩ জন শিক্ষক-কর্মচারীর সবার জন্য মোট ১ কোটি ৯১ লক্ষ ৫২ হাজার ৫শ’ টাকা অনুদান অনুমোদন করা হয়। প্রতিজন শিক্ষক ৫ হাজার টাকা করে এবং প্রতি কর্মচারীর নামের বিপরীতে আড়াই হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে। ওই টাকা ইতোমধ্যে জেলা প্রশাসকের ব্যাংক হিসেবে জমা হয়েছে। অনুষ্ঠানিকতা শেষে শীঘ্রই অনুদানের ওই অর্থ প্রত্যেকের হাতে হাতে চেক অথবা তাদের ব্যাংক বা মোবাইল একাউন্টে পৌছে দেওয়া হবে।