গাজীপুরে বাড়ি নির্মাণের টাকা না দেওয়ায় শুক্রবার সন্ধ্যায় এক যুবক তার শাশুড়িকে গুলি করেছে। এ ঘটনায় পুলিশ ওই যুবককে আটক করেছে। এসময় তার কাছ থেকে তিন রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী পিস্তল ও এক রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতের নাম- মোঃ লোকমান হোসেন (৩৬)। সে গাজীপুর সিটি কর্পোরেশনের বাসন থানাধীন ইসলামপুর হক মার্কেট এলাকার মোঃ রুস্তম আলীর ছেলে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (সদর জোন) একেএম আহসান হাবীব জানান, বাসন থানাধীন ইসলামপুর হক মার্কেট এলাকার দেলোয়ার হোসেনের কাছে তার জামাতা (মেয়ের স্বামী) লোকমান বেশ কিছুদিন ধরে টাকা ও সম্পত্তির ভাগ দাবী করে আসছিল। লোকমানের বাড়ি একই এলাকায়। সম্প্রতি লোকমান হোসেন একটি বাড়ি নির্মাণের কাজ শুরু করেন। বাড়ি নির্মাণের জন্য তিনি শশুরের কাছে টাকা দাবী করলে তিনি তা দিতে অস্বীকার করেন। এতে লোকমান ক্ষিপ্ত হয়। শুক্রবার সন্ধ্যায় লোকমান শশুর বাড়িতে গিয়ে টাকা দাবী করে হুমকি দেয়। এসময় টাকা না দেওয়ায় লোকমান শাশুড়িকে লক্ষ্য করে গুলি করলে তা লক্ষ্যভ্রষ্ট হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লোকমানকে আটক করে। এসময় তার কাছ থেকে পুলিশ তিন রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী অবৈধ পিস্তল ও এক রাউন্ড গুলির খোসা জব্দ করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।