দেশের ভুক্তভোগীরা অনলাইনের মাধ্যমে যাতে অভিযোগ দায়ের করতে পারেন, সে জন্য রাজধানীতে স্থাপিত হচ্ছে সাইবার থানা। সিআইডি প্রধান মাহবুবুর রহমান এ কথা জানিয়েছেন। আজ সোমবার রাজধানীর মালিবাগে সিআইডির সম্মেলন কক্ষে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের অতিরিক্ত মহাপরিদর্শক মাহবুবুর রহমান। সেখানেই এ কথা জানান তিনি।

বিভিন্ন বিষয়ে আলোচনার সময় মাহবুবুর রহমান বলেন, ‘সিআইডি একটি সাইবার থানা স্থাপন করবে। এটি ঢাকায় থানাটি স্থাপন করা হলেও সারা দেশ থেকে ভুক্তভোগীরা অনলাইনে এই থানায় অভিযোগ দায়েরের সুযোগ পাবেন। সিআইডির তদন্তকে আগের চেয়ে গতিশীল করার কাজ চলছে। এর আগে মামলাগুলোর ক্ষেত্রে ৬০ বা ৭০ শতাংশ মৌখিক স্বীকারোক্তির ওপর নির্ভর করতে হতো সিআইডিকে। কিন্তু এখন ৬০ থেকে ৭০ শতাংশ ফরেনসিক সাক্ষ্যের ওপর নির্ভর করার চেষ্টা চলছে।’

সংবাদ সম্মেলনে সিআইডির সামগ্রিক কর্মকাণ্ড নিয়ে আলাপ হওয়ার কথা থাকলেও বেশির ভাগ আলোচনাই ছিল মানবপাচার প্রসঙ্গ নিয়ে। এ সময় উপস্থিত ছিলেন সিআইডর সংঘবদ্ধ অপরাধ দমন বিভাগের উপমহাপরিদর্শক ইমতিয়াজ আহমেদ।