ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ২৬ হাজার ৫০৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। একদিনে আক্রান্তের দিক দিয়ে এটাই সর্বোচ্চ। এর আগে একদিনে এত সংখ্যক মানুষ কখনও আক্রান্ত হয়নি দেশটিতে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছে ৭ লাখ ৯৩ হাজার ৮০২ জন।

আক্রান্ত বৃদ্ধির পাশাপাশি ভারতে করোনায় মৃত্যুও ধারাবাহিকভাবে বেড়ে চলেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত ২৪ ঘণ্টায় আরও ৪৭৫ জনের প্রাণ কেড়েছে করোনা। এ নিয়ে ভারতে মোট মৃত্যু হলো ২১ হাজার ৬০৪ জনের। এর মধ্যে মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে ৯ হাজার ৬৬৭ জনের। দিল্লিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ২৫৮ জনে। গুজরাটে মৃত্যু হয়েছে ২ হাজার ৮ জনের। এছাড়া তামিলনাড়ুতে ১ হাজার ৭৬৫ জন, উত্তরপ্রদেশে ৮৬২ জন, পশ্চিমবঙ্গে ৮৫৪ জন ও মধ্যপ্রদেশে ৬৩৪ জনের মৃত্যু হয়েছে।

এদিকে আক্রান্ত দ্রুত হারে বাড়লেও ভারতে করোনা রোগীর সুস্থ হয়ে ওঠার পরিসংখ্যানটাও বেশ স্বস্তিদায়ক। আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠার সংখ্যাটা ৫ লাখ ছুঁইছুঁই। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ১৯ হাজার ১৩৫ জন সুস্থ হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট ৪ লাখ ৯৫ হাজার ৫১২ জন করোনার কবল থেকে মুক্ত হয়েছে।