আজ র‌্যাব-১৪ এর সিনিয়র এএসপি মিডিয়া অফিসার মোঃ তফিকুল আলম জানান,র‌্যাব-১৪ এর ব্যাটালিয়ন একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে ময়মনসিংহ মুক্তাগাছার কুড়িপাড়া জামে মসজিদ হতে ১০০ গজ পূর্বে চালী ঘরের ভেতরে কতিপয় নিষিদ্ধ ঘোষিত জেএমবি’র সদস্যগণ একত্রিত হয়ে নাশকতা করার উদ্দেশ্যে গোপন বৈঠক করছে। উক্ত গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, ব্যাটালিয়ন আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় আসামী মোঃ আসাদ আলী (৪৫), পিতা- মোঃ জালাল উদ্দিন, মোঃ মিস্টার (৪৮) পিতা-মৃত নওয়াব আলী (দুইখা শেখ) উভয় সাং- নটাকুড়ি, মোঃ রাশেদ (৩২),মোঃ বাছেদ আলী (২৬), উভয় পিতা-মোঃ বাসতুল্লাহ, সাং- বিন্নাকুড়ি, মোখলেছুর রহমান (মুক্তার) (২৮) পিতা- মৃত জাবেদ আলী, সাং- পশ্চিম চন্ডী মন্ডল সর্ব থানা-মুক্তাগাছা, জেলা- ময়মনসিংহদের আটক করা হয়। এবং তাদের হেফাজত থেকে বিপুল পরিমান উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

 

খালেদ খুররম পারভেজ ময়মনসিংহ