গাজীপুরে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারী নির্দেশ অমান্য করে পরীক্ষা অনুষ্ঠানের দায়ে শাহীন ক্যাডেট একাডেমীর কোনাবাড়ী জরুন শাখাকে অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহষ্পতিবার গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনিষা রাণী কর্মকার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম জানান, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারী নির্দেশ অমান্য করে গাজীপুর সিটি কর্পোরেশনের জরুন এলাকায় কোনাবাড়ী শাহীন ক্যাডেট একাডেমী স্কুলটি তাদের কার্যক্রম পরিচালনা করে আসছিল। বৃহষ্পতিবার বাইরে থেকে তালা ঝুলিয়ে স্কুলের ভিতরে লুকিয়ে শিশুদের দ্বিতীয় সাময়িক পরীক্ষা নেওয়া হচ্ছিল। স্থানীয়দের কাছ থেকে এ অভিযোগ পেয়ে গাজীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনিষা রাণী কর্মকার সেখানে অভিযান চালান। এসময় স্কুল কর্তৃপক্ষ আদালতের কাছে তাদের অপরাধ স্বীকার করে। পরে আদালত সরকারী নির্দেশ অমান্য করার দায়ে ওই স্কুল কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। এসময় আদালত স্কুল কর্তৃপক্ষকে পরবর্তীতে এধরনের অপরাধ না করার জন্য সতর্কীকরণ করেন। অভিযানকালে ব্যাটালিয়ন আনসার ও পুলিশ সদস্যরা সহযোগীতা করেন।