গাজীপুরে নিখোঁজের ৪দিন পর বৃহষ্পতিবার সন্ধ্যায় শীতলক্ষ্মা নদী থেকে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি যাওয়ার পথে নিখোঁজ হন। নিহতের নাম আমেনা বেগম (৬৭)।

কালীগঞ্জ থানার ওসি একেএম মিজানুল হক জানান, গত রবিবার (১২জুলাই) বিকেলে শ্রীপুর উপজেলার লতিফপুর এলাকার স্বামীর বাড়ি থেকে কাপাসিয়া উপজেলার সূর্য নারায়নপুর এলাকার বাবার বাড়ি যাওয়ার পথে নিখোঁজ হন আমেনা বেগম। তার সন্ধান না পেয়ে স্বজনরা শ্রীপুর থানায় জিডি করেন।

এদিকে নিখোঁজের ৪দিন পর বৃহস্পতিবার সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের নারগানা গ্রামের জেলেপাড়া এলাকা সংলগ্ন শীতলক্ষ্মা নদীতে এক বৃদ্ধার লাশ ভাসতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ওই লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। লাশ উদ্ধারের খবর পেয়ে থানায় এসে আমেনা বেগমের লাশ শনাক্ত করে স্বজনরা।

পুলিশের ওই কর্মকর্তা আরো জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায় নি। তাকে হত্যা না-কি নদীতে পড়ে যাওয়ার কারণে তার মৃত্যু হয়েছে ময়না তদন্তের পর তা নিশ্চিত হওয়া যাবে।

নিহতের ছোট ভাই আবুল হোসেন জানান, আমেনা বেগম কানে কম শুনতেন। এছাড়াও তিনি শারীরিক ও মানসিক ভাবে অসুস্থ্য ছিলেন।