গাজীপুরের শ্রীপুরে রবিবার রাতে ফোম তৈরীর একটি কারখানার গুদামে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা প্রায় দু’ঘন্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হন।

ফায়ার সার্ভিসের মাওনা ষ্টেশন অফিসার রাম প্রাসাদ পাল ও স্থানীয়রা জানান, শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া গ্রামের অরবিট ফোম কারখানার গুদামে রবিবার রাত পৌণে ৭টার দিকে আগুনের সূত্রাপাত হয়। টিন শেডের তৈরী ওই কারখানার উপর দিয়ে কুন্ডলী আকারে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা। আগুন মুহুর্তেই পুরো গুদামে ছড়িয়ে ভয়াবহ আকার ধারণ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাজীপুর ও মাওনা ষ্টেশনের ৪টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নেভানোর কাজ শুরু করেন। তারা প্রায় দু’ঘন্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হন। আগুনে তৈরী ফোমসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে ও ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।