বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড আইন-২০২০-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (২৭ জুলাই) মন্ত্রিসভার বৈঠকে এটি অনুমোদন দেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি গণভবন থেকে বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন। বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এতথ্য জানান।

মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশের অর্থায়নে নেপালের লুম্বিনীতে একটি বৌদ্ধ বিহার নির্মাণের লক্ষ্যে দেশটির লুম্বিনী ডেভেলপমেন্ট ট্রাস্ট এর সঙ্গে বাংলাদেশ সরকারের মধ্যে চুক্তি স্বাক্ষরের জন‌্য প্রস্তাবিত চুক্তির খসড়া অনুমোদন করা হয়েছে।

তাছাড়া গত ২১ মে ভিডিও কনফারেন্সের মাধ‌্যমে অনুষ্ঠিত এসকাপ এর ৭৬তম অধিবেশনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের অংশগ্রহণ সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়েছে বলেও জানান সচিব।

তিনি বলেন, আজকের বৈঠকে গত এপ্রিল থেকে জুন পর্যন্ত তিনমাসের মন্ত্রিসভা বৈঠকে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে।