ভারতের চেন্নাইয়ের ফক্সকোন প্লান্টে বিশ্বখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড অ্যাপলের অন্যতম প্রধান পণ্য আইফোন১১-এর উৎপাদন শুরু হয়েছে। জানা গেছে, অ্যাপল পর্যায়ক্রমে চেন্নাইয়ের প্লান্টে তাদের পণ্যের উৎপাদন বাড়াবে এবং ভবিষ্যতে ‘মেড ইন ইন্ডিয়া’ আইফোন রপ্তানিও করতে পারে। ভারতে উৎপাদন হলেও এখনো আইফোনের দাম কমায়নি মার্কিন প্রতিষ্ঠানটি। কারণ দেশটিতে তারা চীনের তৈরি আইফোনও বিক্রি করছে। তবে ভারতের তৈরি ফোনে ২২ শতাংশ আমদানি শুল্ক দেওয়ার প্রয়োজন না হওয়ায় ভবিষ্যতে এর দাম কমতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ ছাড়া বেঙ্গালুরুর কাছে উইসট্রোন প্লান্টে নতুন করে আইফোন এসই উৎপাদনেরও চিন্তাভাবনা করছে অ্যাপল।