বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) একজন সিনিয়র কর্মকর্তা বলছেন, ইউরোপে নতুন করে করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ার পেছনে তরুণ-যুবকদের ভূমিকা থাকতে পারে। সংস্থার ইউরোপ অঞ্চলের পরিচালক ড. হ্যান্স ক্লুগ বলছেন, তরুণ-যুবকদের মধ্যে সংক্রমণ বাড়ছে। ইউরোপে হঠাৎ করে সংক্রমণ বাড়ার কারণ হয়তো সেটাই।

ডা. ক্লুগ বিবিসিকে বলেন, ‘ইউরোপের সরকারগুলোর উচিৎ এখনই তরুণ জনগোষ্ঠীকে সঠিক বার্তা দিয়ে সতর্ক করা। একের পর এক দেশের কোনো কোনো অঞ্চলে নতুন করে সংক্রমণ বাড়ছে। আমরা বুঝতে পারছি এটি হচ্ছে মানুষের আচরণে পরিবর্তনের কারণে।’

তিনি আরও বলেন, ‘কয়েকটি দেশের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে কম-বয়সীরা অধিক মাত্রায় সংক্রমিত হচ্ছে। সুতরাং তাদেরকে কীভাবে সাবাধান করা যায় তা নিয়ে বিশেষ ভাবনা-চিন্তার প্রয়োজন।‘ দুই মেয়ের বাবা হিসাবে তিনি নিজে বুঝতে পারছেন যে, ‘তরুণরা এই গ্রীষ্মকাল ঘরে বসে কাটিয়ে দিতে চাইছে না। তাদের যেমন নিজেদের ব্যাপারে দায়িত্ব রয়েছে, তেমনি তাদের বাবা-মা, দাদা-দাদী এবং পুরো সমাজের প্রতি দায়িত্ব রয়েছে।’

ডা. ক্লুগ আরও বলেন, ‘কীভাবে সাবধান থাকতে হয়, সেই জ্ঞান এখন আমাদের রয়েছে। সুতরাং প্রতিটি মানুষকে তা কাজে লাগাতে হবে।’