করোনার কারণে উদ্ভুত পরিস্থিতিতে ও বিভিন্ন সমস্যায় থাকা প্রবাসী শ্রমিকরা যারা নিজ ইচ্ছায় দেশে ফেরত যাওয়ার জন্য নিবন্ধন করেছেন সেই সকল প্রবাসীদের দেশে ফেরত পাঠানো হচ্ছে, মালদ্বীপ থেকে এমন-ই ধারাবাহিকতায় আজ ১৭ ই আগস্ট মালদ্বীভিয়ান একটি ফ্লাইটে আরো ২০০ জন প্রবাসী বাংলাদেশি শ্রমিক নিয়ে মালদ্বীপ ছেড়ে গেছেন,

মালদ্বিভিয়ান এয়ার এর তথ্য মতে তাদের আজ ১৭ ই আগস্ট মালদ্বিভিয়ান এয়ারলাইন্স এর ৩০ তম ফ্লাইট মালদ্বীপ থেকে বাংলাদেশের উদ্দেশ্যে ছেড়ে গেছে এই ৩০ টি ফ্লাইটে করে মালদ্বীপ থেকে ৫ হাজার ৭৩৩ জন বাংলাদেশী প্রবাসী শ্রমিক দেশে ফিরে গেছে এছাড়া ও বাংলাদেশ বিমানে এবং বাংলাদেশ এয়ারফোর্স এর বিশেষ ফ্রাইল্টে দেশে ফেরত গেছে কিছু বাংলাদেশী

এবং বিভিন্ন কোম্পানি থেকে আরো ফেরত পাঠানো হয়েছে সর্বমোট কতজন দেশে ফিরেছেন এখনো রিপোর্ট পাওয়া যায়নি পাওয়া গেলে বিস্তারিত পরে জানানো হবে সব মিলিয়ে কতজন বাংলাদেশী মালদ্বীপ থেকে দেশে ফিরে গেছেন

জানা যায়, করোনা উদ্ভূত পরিস্থিতিতে মালদ্বীপের বসবাস করা বাংলাদেশের প্রায় ৫০ হাজার প্রবাসী শ্রমিক চরম দুর্ভোগে পড়েন। মালদ্বীপের লকডাউনের কারণে অফিস-আদালত শিল্প-কারখানা হোটেল-রেস্টুরেন্ট সবকিছুই বন্ধ থাকায় প্রবাসী শ্রমিকরা কর্মহীন হয়ে পড়ে, বিশেষ করে মালদ্বীপে বসবাসকারী শ্রমিকদের মধ্যে যাদের বৈধ কাগজপত্র নেই তারা ভয়ঙ্কর বিপাকে পড়ে যায়।

যাঁদের বৈধ কাগজপত্র আছে তারা ও অনেক কষ্টে আছেন মালদ্বীপে, অনেক প্রবাসী বাংলাদেশী দেশ থেকে টাকা এনে দেশে ফিরে যাচ্ছেন , অনেক শ্রমিক মাসের পর কাজ করছেন বেতন পাচ্ছেন না, আবার অনেকর বেতন আগের চেয়ে কমিয়ে দিচ্ছেন মালিকপক্ষ শতকরা ৮০ জন প্রবাসী বাংলাদেশী বেতন পাচ্ছেনা না মালদ্বীপে,

মোহাম্মদ মাহামুদুল হাসান মালদ্বীপ থেকে