দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যার দিক থেকে দেশের অবস্থান ১৬ নম্বরে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন আরও এক হাজার ৯৭৩ জন। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো দুই লাখ ৯৪ হাজার ৫৯৮ জনে। ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন আরও ৩৪ জন। ফলে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো তিন হাজার ৯৪১ জনে।

রোববার (২৩ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৯১টি আরটি-পিসিআর ল্যাবরেটরিতে ১০ হাজার ৯৫৯টি নমুনা সংগ্রহ এবং ১০ হাজার ৮০১টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৪২ হাজার ৬৫৬টি। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে আছে পুরুষ ২৪ জন এবং নারী ১০ জন। হাসপাতালে মৃত্যু হয়েছে ৩১ জনের এবং বাড়িতে মারা গেছেন তিনজন।