গাজীপুরে বিদেশী পিস্তল-গুলি ও র‌্যাবের পোশাকসহ র‌্যাবের ভূয়া সদস্য এক প্রতারককে সোমবার মধ্যরাতে গ্রেপ্তার করেছে র‌্যাব-১ সদস্যরা। গ্রেপ্তারকৃত আনোয়ার পাশা (৩০) ময়মনসিংহের পাগলা থানার শহীদনগর এলাকার নাজিম উদ্দিনের ছেলে।

গাজীপুর র‌্যাব-১ এর লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, গাজীপুর সিটি করপোরেশনের আউটপাড়া এলাকায় বসবাস করতো আনোয়ার পাশা। প্রতারক আনোয়ার পাশা সারা দেশের বিভিন্ন এলাকায় র‌্যাবের মেজর শাহীন, মাসুদ রানা ও ব্যাটালিয়নের অধিনায়কের পরিচয় দিয়ে বিভিন্ন ব্যবসায়ী, জনপ্রতিনিধিদের (ইন্টারনেটের মাধ্যমে) ফোন দিয়ে প্রতারিত করে আসছিল। তার নিকট প্রতারিত হয়ে ভুক্তভোগী অনেকেই র‌্যাবের কাছে অভিযোগ দায়ের করে। র‌্যাবের মনোগ্রাম, কর্মকর্তার ছবি ব্যবহার করে বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার প্রলোভনে প্রতারনা করত এবং বিকাশ/রকেটের মাধ্যমে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিত।এছাড়া অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিতো। এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ওই এলাকায় অভিযান চালায় র‌্যাব-১ সদস্যরা। পরে গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন আউটপাড়া এলাকা থেকে একটি বিদেশী পিস্তল ও চার রাউন্ড গুলিসহ আনোয়ার পাশাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে এক ওয়াকিটকি সেট এবং র‌্যাবের পোশাকও উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক ও প্রতারণার একাধিক মামলা রয়েছে। ২০১৬ সাল থেকে বিভিন্নভাবে প্রতারণা করে আসছিল। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।