বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে বন্য হাতির আক্রমণে ১ বৃদ্ধ নারীর মৃত্যু হয়েছে। সে সরই ইউনিয়নের আন্ধারি জামালপুর এলাকার মৃত সাহেব আলী তালুকদারের স্ত্রী আশ্রাফিয়া বেগম (৬০) বলে জানা গেছে।

মঙ্গলবার (১লা সেপ্টেম্বর) মধ্যরাতে এই ঘটনা ঘটে। ভোরে লোকজন নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে তালুকদারের বসতবাড়ি ভাংচুর করা দেখতে পায় এবং এক পাশে বৃদ্ধ নারীর ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করে।

প্রত্যেক্ষদর্শী অনেকে জানান, প্রতিনিয়ত রাতের বেলায় অন্ধকার হওয়ার সাথে সাথে আন্ধারি এলাকা ও আশপাশে বন্য হাতির পাল হামলা চালায়। অনেকের ধান, নানা ফসলি ক্ষেত, বাগান ও বসতবাড়ি ভাংচুর ও ক্ষয়ক্ষতি করে।

সরই ইউনিয়নের পুলিশ ফাঁড়ির আইসি মো. মাঈন উদ্দিন বন্য হাতির আক্রমণে বৃদ্ধ নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো বলেন, আমরা খবর পেয়ে গঠনাস্থলে গিয়ে হাতির আক্রমণে নিহত মহিলার লাশ উদ্ধার করেছি। এলাকার গণস্বাক্ষরে লাশটি ইউপি চেয়ারম্যান মোঃ ফরিদুল আলমের কাছে হস্তান্তর করা হয়।

 

স্বপন কর্মকার লামা বান্দরবান প্রতিনিধি