ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নিয়মিত সব শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ই-মেইল অ্যাকাউন্ট দেওয়া হবে। এ জন্য বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনুমোদন প্রদান করেছেন। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের ই-মেইল এড্রেস Google-এর G-Suite for Education-এর মাধ্যমে প্রদান করা হবে। যেখানে শিক্ষার্থীরা ই-মেইল ছাড়াও গুগল ড্রাইভ, গুগল ক্লাসরুম, গুগল মিটসহ G-Suite-এর অন্যান্য সার্ভিস ব্যবহার করতে পারবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতিটি বিভাগ/ইনস্টিটিউট একজন করে ‘ই-মেইল এডমিন’ মনোনয়ন প্রদান এবং শিক্ষার্থীদের তথ্য যাচাই করে আইসিটি সেলে প্রেরণ করবে। এরপর শিক্ষার্থীদের ই-মেইল অ্যাকাউন্ট প্রদান করা হবে।