গুগল বেশ কিছু নতুন সিদ্ধান্ত নিয়েছে। এবার প্রতিষ্ঠানটি জিমেইলের লোগো বদল করতে যাচ্ছে। ২০০৪ সাল থেকে ব্যবহৃত লোগোটি যুগের সঙ্গে বেমানান হিসেবে দেখছে প্রতিষ্ঠানটি।

জি-মেইলের প্রচলিত লোগো হলো ইংরেজি এম (M) আকৃতির একটি এনভেলপ বা খাম। নতুন লোগোতে কয়েকটি পরিবর্তন থাকবে। এবার পুরনো লোগোর পেছনের দিকে ফাঁকা জায়গায় অ্যান্ড্রয়েডের হোম স্ক্রিনের আইকন থাকতে পারে। এছাড়া এম-এর কোণগুলো আগের চেয়ে কিছুটা গোলাকৃতির হতে পারে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইন টু ফাইভ গুগলের তথ্য অনুযায়ী, নতুন যুগে পদার্পণ করেছে মানুষ। তারা এখন ভবিষ্যতমুখী। ভবিষ্যতের কথা ভেবে গুগল কাগজের চিঠির ইলেকট্রিক সংস্করণ মেইলের লোগোটিকে ভুলে নতুন লোগো তৈরি করছে। গুগল তাই সেই খামের প্রতীক পুরোপুরি মুছে ফেলছে। থাকছে শুধু গুগলের ‘এম’ইংরেজি অক্ষরটি।