‘তথ্য অধিকার সংকটে হাতিয়ার’ প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে বর্ণাঢ্য র‌্যালী ও মানববন্ধনের আয়োজন করে ‘আমরাই পারি’ পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট পাবনা জেলা কমিটি। ইউরোপিয়ান ই্উনিয়নের কারিগরী ও নেজড বাংলাদেশের আর্থিক সহযোগীতায় এই দিবসটি পালনে বেলা ১১টায় শহরের প্রধান সড়কে অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর সামনে কর্মসূচির উদ্ধোধন করেন জোটের চেয়ারপার্সন জ্যোষ্ঠ সাংবাদিক দৈনিক জোড়বাংলা সম্পাদক আব্দুল মতীন খান।

মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন, জোটের সদস্য সচিব বাঁচতে চাই‘র নির্বাহী পরিচালক আব্দুর রব মন্টু, প্রেসক্লাবের সাবেক সহভাপতি কামাল সিদ্দিকী, উইকেন‘র প্রজেক্ট কো-অডিনেটর এড. শাহীনা পারভীন, ফিল্ড অফিসার আশিকুর রহমান, ফিল্ড ফ্যাসিলিলেটর আবুল কালাম আজাদ, নিলুফা সুলতানা, সীমা আক্তার, ফুলজান খাতুন, ওয়াইডাব্লুসিএ‘র হেনা গোস্বামী, শহীদ আহম্মেদ রফিক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলেনা খাতুন, সেলিম নাজির নাজির উচ্চবিদ্যালয়ের প্রধান হাসিনা আক্তার রোজি, সূচনার পূর্নিমা ইসলাম, সুচিতার নাসরিন পারভীন, কারীগরি মহিলা সংস্থার মনোয়ারা মনা, পড়শীর মালা সরকার, প্রতীকের আতিকুর রহমান আতিকসহ বিভিন্ন পেশাজীবিরা অংশ নেন। এরপর বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। শহর প্রদক্ষিণ শেষে জেলা শহর থেকে আটঘরিয়া উপজেলার বিভিন্নস্থানে তথ্য অধিকার সম্বলিত ব্যান্যার, ফ্যাস্টুন লাগিয়ে ভ্যান র‌্যালী প্রদর্শন করে।