গাজীপুরের শ্রীপুরে মঙ্গলবার ওয়ালটন কোম্পানীর একটি বিক্রয় কেন্দ্রের গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় তিন ঘন্টা চেষ্টার পর বিকেলে আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে টিভি, ফ্রিজ ও এসি (এয়ারকুলার)সহ গুদামের বিভিন্ন মালামাল পুড়ে গেছে ও ক্ষয়ক্ষতি হয়েছে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাম প্রসাদ পাল ও বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক বাদল সরকারসহ স্থানীয়রা জানান, শ্রীপুর উপজেলার বরমী বাজারের পাঠানটেক গ্রামের সৌদি প্রবাসী রাসেল মোড়লের তিন তলা ভবনের নিচতলায় ওয়ালটন শোরুমের গুদামে মঙ্গলবার দুপুর দেড়টার দিকে আগুনের সূত্রাপাত হয়। মুহুর্তেই আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যার্থ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের শ্রীপুর ষ্টেশনের দু’টি ও গাজীপুর ষ্টেশনের একটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। তারা প্রায় তিন ঘন্টা চেষ্টার পর বিকেলে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয়। আগুনে গুদামে রাখা টিভি, ফ্রিজ, এসি, চুলাসহ বিভিন্ন ইলেকট্রনিক্স সামগ্রী পুড়ে যায় ও ক্ষয়ক্ষতি হয়। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।