ধর্ষণ! ধর্ষণ! ধর্ষণ! পত্র-পত্রিকা, টিভি-ফেসবুক খুললেই প্রতিনিয়ত চোখে পড়ছে এই ঘটনা! রাস্তা কিংবা বাসা, ধর্মীয় উপাসনালয় অথবা পার্থিব জ্ঞান চর্চার একদম বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়! কোথাও যেন আজ আমাদের মা-বোন নিরাপদ নয়! মা-বোন তো বটেই আজকে এমন এক পর্যায়ে এসে দাড়িয়েছি আমরা যেখানে আমার কোলের মাস খানেক আগে এই পৃথিবীতে আসা ছোট্ট নিষ্পাপ শিশুটাও ছাড় পাচ্ছেনা। কোনোভাবেই যেন কিছুতেই এসবের লাগাম টানা সম্ভব হচ্ছেনা! কেন?

প্রতিটি ধর্ষকের যথাযথ শাস্তিই পারে পরবর্তী একটি ধর্ষণ রুখে দিতে। ধর্ষকের থাকবেনা কোনো দলমত, ধর্ম কিংবা গোত্র পরিচয়! একজন ধর্ষকের একমাত্র পরিচয় হোক পৃথিবীর নিকৃষ্টতম অপরাধে দন্ডিত “ধর্ষক” হিসেবে! তাই এখনই সময় নিজের মা-বোন এদের স্বীকার হওয়ার আগে এদেশের বুকে আমার মা-বোনের নিরাপত্তা নিশ্চিত করা উচিত। কি হবে! কি হবেনা! তা না ভেবে, শুধু ভাবুন। আজ যদি চেষ্টা না করি তাহলে কাল আবার এমন হবে। ধর্ষক বিরোধী আন্দোলনে মুখরিত বাংলাদেশ ছাত্রলীগ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র নেতারা । “আলোর প্রজ্জ্বলন”মিছিল করে প্রতিবাদ জানান পাবিপ্রবি শাখা বাংলাদেশ ছাত্রলীগ ।

প্রতিবেদক: শাবলু শাহাবউদ্দিন