“দুর্যোগে ঝুঁকি হ্রাসে সুশাসন, নিশ্চিত করবে টেকসই উন্নয়ন”, এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার মহালছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২০ উপলক্ষে এক র‍্যালী, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ অক্টোবর (মঙ্গলবার) সকাল ১১ টায় মহালছড়ি উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে মহালছড়ি উপজেলা পরিষদ হলরুমে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দত্ত’র সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প কর্মকর্তা কাউসার আলম সরকার এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আফরোজ ভূইয়া, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও ১নং সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রতন কুমার শীল, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান মোঃ জসিম উদ্দীন, মহালছড়ির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, সমবায় কর্মকর্তা মোঃ সালেহ উদ্দিন দিদার, কৃষি কর্মকর্তা মোঃ রেজাউল করিম, উপজেলা রিসোর্স সেন্টার এর ইনস্ট্রাক্টর মোঃ জসীম উদ্দিন, মহালছড়ি সরকারি কলেজ এর অধ্যাপক আসাদুজ্জামান, মৎস্য ও প্রাণী সম্পদ ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবীণচন্দ্র চাকমা, ফায়ার সার্ভিস জেলা ইউনিটের দুইজন পরিদর্শক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মিল্টন চাকমা কলিন,(মহালছড়ি) খাগড়াছড়ি