কোভিড-১৯ প্রাদূর্ভাবে গ্রামীণ নারীর সক্ষমতা বৃদ্ধি প্রতিপাদ্য শীর্ষক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর পর্যন্ত বাঁচতে চাই‘র আয়োজনে এবং এএলআরডি‘র সহযোগীতায় আর্ন্তজাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে এই কর্মসূচি পালন করা হয়। সকাল সাড়ে ৯টায় গ্রাম পর্যায়ের বিভিন্ন পেশাজীবি নারী-পুরুষের সমন্বয়ে র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। এরপর আব্দুল হামিদ রোডস্থ আক্তারুজ্জামান টাওয়ারের ৫ম তলায় কোভিড-১৯ মোকাবেলায় গ্রামীণ নারীর ভূমি-কৃষি-খাদ্য অধিকার এবং স্বাস্থ্য সেবা বিষয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (অ:দাঃ) কানিজ আইরিন জাহান, সরকারী মহিলা কলেজের সহকারী অধ্যাপক কামরুননাহার। বাঁচতে চাই’র নির্বাহী পরিচালক আব্দুর রব মন্টু সভাপতিত্বে ও সাংবাদিক কামাল সিদ্দিকী’র সঞ্চালনায় সভায় ধারণাপত্র উপস্থাপন করা হয়। ধারণা পত্রের উপর আলোচনা ও সুপারিশ করেন ওয়াইডাব্লিউসিএ‘র সাধারন সম্পাদক হেনা গোস্বামী, বিশিষ্ট নাট্য সংগঠক কোবাদ আলী, আসিয়াবের প্রোগ্রাম পরিচালক আব্দস সামাদ, সুচিতার নাসরিন পারভীন, নাজিরপুর মহিলা উন্নয়ন সমিতির নাজিয়া পারভীন, কর্মজীবি নারী চায়না খাতুন, পূর্নিমা সাহা, শশী খাতুন, হোসনেআরা আরজু প্রমুখ।