সংযুক্ত আরব আমিরাত এবং ইসরাইলের মধ্যে ভিসামুক্ত ভ্রমণের চুক্তি  হয়েছে। আরব রাষ্ট্রগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাত প্রথম দেশ হিসেবে ইজরাইলে এই সুবিধা পেল। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দুপক্ষের ভিসামুক্ত ভ্রমণ সুবিধার কথা ঘোষণা দেন।

জানা গেছে, ইসরাইলের সঙ্গে আরো সহযোগিতামূলক চুক্তি করার লক্ষ্য নিয়ে সংযুক্ত আরব আমিরাতের একটি প্রতিনিধিদল ইসরাইল সফরে পৌঁছানোর পর নেতানিয়াহু এই ঘোষণা দেন। মঙ্গলবার সকালে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি থেকে দেশটির বেশ কয়েকজন কর্মকর্তা ইসরাইলের উদ্দেশ্যে ইতিহাদ এয়ারওয়েজের একটি বিমানে করে রওনা দেন। এ সময় তাদের সঙ্গে ছিলেন আমেরিকার কয়েকজন কর্মকর্তা।