জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মানে আমরা ঐক্যবদ্ধ-এই প্রত্যয়ে পাবনা জেলার সকল বেসরকারি গণগ্রন্থাগার উদ্যোক্তাদেরকে নিয়ে পাঠক তৈরি কর্মকৌশল নির্ধারণে’পাঠক সৃষ্টির সংগ্রাম’শীর্ষক আলোচনা সভা বেলা ৪ টায় পাবনা পুলিশ লাইনস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ পুলিশের সাবেক এআইজি মালিক খসরু (বিপিএম)। অনুষ্ঠানে প্রধানআলোচক ছিলেন পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম (বিপিএম,পিপিএম)। বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের সভাপতি ও পাঠাগার আন্দোলন বাংলাদেশ চেয়ারম্যান ইমাম হোসাইন। বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) লাবলু মিয়ার সভাপতিত্বে অন্যান্য‘র মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের মহাসচিব নাসিম আহমেদ, প্রশাসনি ককর্মকর্তা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ,পাবনার অতিরিক্ত পুলিশসুপার (অপরাধ) মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) শামিমা আক্তার, সহঃপুলিশ সুপার শরিফুল ইসলাম, নরসিংদী জেলা কমিটির মোয়াজ্জেম হোসাইন প্রমুৃখ। বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদ পাবনা জেলা শাখা ও পাঠাগার আন্দোলন পাবনা জেলা শাখা আয়োজিত অনুষ্ঠানে পাবনা জেলার বেসরকারি গণগ্রন্থাগার পরিচালনাকারী উদ্যোক্তাগন এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কোলাদীআদর্শ যুবপাঠাগারের সুবর্ণ জয়ন্তীউৎসবের স্মরনীকা ‘প্রচেষ্টা’ অতিথিদের হাতে তুলে দেন পাঠাগারের সহ-সভাপতি সিরাজুল ইসলাম খান। সভায় অনুষ্ঠানে কোলাদী আদর্শ যুবপাঠাগারের রেজাউল ইসলামকে সভাপতি ও দুবলিয়া পাবলিক লাইব্রেরির আব্দুল কুদ্দুসকে সাধারন সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদ পাবনা জেলা শাখার কমিটি গঠন করা হয়।