নওগাঁর মান্দায় আদিবাসী সম্প্রদায়ের ভাষাচর্চা ও সংস্কৃতি রক্ষায় ঐতিহ্যবাহী দশরাই কারাম উৎসব পালিত হয়েছে। বুধবার বিকেলে জাতীয় আদিবাসী পরিষদ মান্দা উপজেলা শাখার আয়োজনে ভারশোঁ ইউপি’র কালিসফা কালী মন্দির মাঠে এ উৎসব অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন এলাকা থেকে আগত আদিবাসী সম্প্রদায়ের ৮ টি নৃত্যের দল অংশ নেয়।

এসময় জাতীয় আদিবাসী পরিষদ মান্দা উপজেলা শাখার যুগ্ম- আহবায়ক যোনা উরাও এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা পরিষদের নব- নির্বাচিত চেয়ারম্যান এবং আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোল্লা মোঃ এমদাদুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ জহুরুল ইসলাম, দপ্তর সম্পাদক অনুপ কুমার মহন্ত,ভারশোঁ ইউ’পি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সুমন, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবিন মুন্ডা এবং সাংগঠনিক সম্পাদক নরেন পাহান প্রমুখ।

 

সোহেল রানা,নওগাঁ