করোনাকালিন দূর্যোগের সময়েও পাবনাসহ দেশব্যাপী যৌন হয়রানি, ধর্ষন, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিয়ে, সাইবার বুলিং, মানবাধিকার লংঘনের ঘটনায় ঘটনা বেড়ে যাওয়ায় তীব্র নিন্দা এবং গভীর উদ্বেগ প্রকাশ করেন বিভিন্ন পেশাজীবি মহল ও উন্নয়ন কর্মিরা।

মঙ্গলবার স্থানীয় মিডিয়া সেন্টারে যৌন হয়রানি নির্মূল করণ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভায় বক্তারা এই উদ্বেগ ও নিন্দা জানান। যৌন হয়রানি নির্মূল করণ নেটওয়ার্ক, পাবনার আহবায়ক হাসিনা আক্তার রোজির সভাপতিত্বে সভায় গত তিনমাসের নানা নির্যাতনের তথ্য তুলে ধরা হয়। সভার শুরুতে করোনাকালিন সময়ে দেশবরেণ্য সাহিত্যিক, সাংবাদিক, নাট্য সংগঠক, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ যারা মারা গেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে নিরবতা পালন করা। স্বাগত বক্তব্য দেন যৌন হয়রানি নির্মূল করণ নেটওয়ার্কের সদস্য সচিব ও ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সিনিয়র জেলা ব্যবস্থাপক লুইস গমেজ। অন্যান্য’র মধ্যে রাখেন শহীদ আহম্মেদ রফিক উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলেনা খাতুন, ব্র্যাক জেলা প্রতিনিধি আরিফুর রহমান, ওয়াই ডাব্লিউসিএ’র সাধারন সম্পাদক হেনা গোস্বামী, বাচঁতে চাই‘র নির্বাহী পরিচালক আব্দুর রব মন্টু, ব্লাষ্টের সমন্বয়কারী এড. আলমগীর হোসেন, আসিয়াবের প্রোগ্রাম ডিরেক্টর আব্দুস সামাদ, সেক্টর স্পেশালিষ্ট শরিফুল আলম, ব্র্যাকের ট্রেইনার সাবিনা ইয়াসমিন, সুচিতার নির্বাহী পরিচালক নাসরিন পারভীন, উন্নয়ন কর্মি লুৎফর রহমান, এড. আরেফা খানম শেফালী, উদ্দীপনার আলেয়া ইয়াসমিন, প্রভাষক শিরিনা জেসমিন রতœা, সমাজ কর্মি কমল টিটু, শিক্ষার্থী তাকিয়া নওশীন মারিয়া প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন সেক্টর স্পেশালিষ্ট হাসিনা আখতার। এ সময় উপস্থিত ছিলেন কারীগরি মহিলা সংস্থার নির্বাহী পরিচালক মনোয়ারা মনা, নাজিরপুর মহিলা উন্নয়ন সমিতির রতœাসহ বিভিন্ন পেশাজীবিবৃন্দ। সভায় ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক নারীপক্ষ পালনসহ ধর্ষন, যৌন হয়রানী, বাল্যবিয়ে, সাইবার বুলিং বন্ধে নানা কর্মসূচি গ্রহন করা হয়।