বৈশ্বিক মহামারী করোনার কারণে আয়কর বিবরণী দাখিলের সময় আরও এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতকাল এ সংক্রান্ত আদেশ জারি করেছে। করোনা পরিস্থিতিতে আয়কর মেলার শেষ দিনে সময় বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।

আদেশে বলা হয়, আয়কর অধ্যাদেশ, ১৯৮৪-এর ধারা ১৮৪জিতে প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় রাজস্ব বোর্ড করোনা পরিস্থিতিতে সৃষ্ট অসুবিধার কথা বিবেচনায় নিয়ে ব্যক্তিশ্রেণি করদাতার ২০২০-২১ কর বছরে আয়কর রিটার্নের দাখিল সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করল।

উল্লেখ্য, গত ২৬ নভেম্বর পর্যন্ত ২ হাজার ৩৮৭ কোটি টাকার পরিশোধিত কর আদায় হয়েছে বলে জানিয়েছে এনবিআর। এ সময়ের মধ্যে ১৩ লাখ ২০ হাজার ৮২৫টি রিটার্ন দাখিল হয়েছে।