আজ ৩০/১১/২০২০ ইং রোজ সোমবার হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় তিতাস শিশু ও জেনারেল হাসপাতালে অভিজান চালালে সেখানে এক্স-রে রুমের দরজায় লেড শীট ব্যবহার না করা, যথাযথ কাগজপত্র আপডেট না থাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করা, সেলাইয়ের কাজে একজনের ব্যবহৃত সুতা আরেকজনের সেলাইয়ের কাজে ব্যবহার করা ইত্যাদি অপরাধে “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯” অনুযায়ী অভিযুক্তকে ৫০,০০০/- অর্থদণ্ড অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়।

এছাড়া “ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টার” এর ল্যাবে মেয়াদোত্তীর্ণ রিয়েজেন্ট এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ২০,০০০/- অর্থদন্ডে দন্ডিত করা হয়।অভিযান পরিচালনা করেন হবিগঞ্জ জেলা প্রশাসন, হবিগঞ্জ এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থ ও শামসুদ্দিন মোঃ রেজা।উনারা বলেন ভবিষ্যতে এ ধরনের অভিযান অভ্যাহত থাকবে।

মোঃজুলহাস উদ্দিন রিংকু
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি