গাজীপুরে মশার কয়েল জ¦ালাতে গিয়ে গ্যাসের আগুনে পুড়ে দগ্ধ হয়েছে পোশাক কর্মী তিন যুবক। বৃহষ্পতিবার এ ঘটনা ঘটে। তারা হলো- গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার তালুক সর্বানন্দ গ্রামের জহিরুল হকের ছেলে লিমন মিয়া (২০), একই থানার ব্রাহ্মনডাঙ্গা এলাকার নবাব আলীর ছেলে মিরাজ হোসেন শাওন (২২) ও শাহজাহান মিয়ার ছেলে রাসেল মন্ডল (২২)।

জিএমপির কাশিমপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) রফিকুল ইসলাম জানান, গাজীপুর মহানগরের কাশিমপুর থানার সারদাগঞ্জ এলাকার আশরাফুলের বাড়িতে একটি কক্ষে ভাড়া থেকে স্থানীয় ডিবিএল গ্রুপের একটি পোশাক কারখানায় চাকুরি করে ওই তিন যুবক। বৃহষ্পতিবার ভোর রাতে দিয়াশলাই দিয়ে মশার কয়েল জ¦ালানোর সময় হঠাৎ বিকট শব্দে পুরো কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। মুহুর্তেই আগুনে পোশাক কর্মী ওই তিন যুবকসহ কক্ষের মালামাল পুড়ে যায়। প্রতিবেশীরা অগ্নিদগ্ধ যুবকদের প্রথমে স্থানীয় এনাম হাসপাতালে প্রেরণ করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে প্রেরণ করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডারের কর্কের লিকেজ দিয়ে নির্গত হয়ে গ্যাস দরজা জানালা বন্ধ ওই কক্ষে জমাটবদ্ধ ছিল। দিয়াশলাই জ¦ালানোর সঙ্গে সঙ্গে গ্যাস আগুনের সংস্পর্শে এলে এ দূর্ঘটনা ঘটে।