গাজীপুরে উন্নয়ন কাজের সময় মসজিদ ভেঙ্গে গুঁড়িয়ে ফেলার সন্দেহে এক শ্রমিককে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। রবিবার বিকেলের এ ঘটনায় পুলিশ এক ব্যক্তিকে আটক করেছে। আটককৃতের নাম- জাহিদ হোসেন (২৮)। সে গাজীপুরের জয়দেবপুর থানাধীন ইজ্জতপুর মেম্বারবাড়ি এলাকার মোঃ সেলিম হোসেনের ছেলে।

জিএমপি’র গাছা থানার এসআই সাফায়েত ওসমান জানান, রবিবার বিকেলে গাজীপুর সিটি কর্পোরেশনের সাইনবোর্ড এলাকাস্থিত বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষন কেন্দ্রের মসজিদের ছাদে উন্নয়ন কাজ করছিল কয়েক শ্রমিক। এসময় জাহিদ হঠাৎ সেখানে প্রবেশ করে। তার মুখে দাঁড়ি, মাথায় টুপি ও পরনে পায়জামা-পাঞ্জাবি রয়েছে। সে ভারতের বাবরি মসজিদের মতো শ্রমিকরা এ মসজিদটি অন্যায়ভাবে ভেঙ্গে গুঁড়িয়ে ফেলছে সন্দেহে শ্রমিকদের বাঁধা দেয়। কথাবার্তার একপর্যায়ে জাহিদ ক্ষিপ্ত হয়ে হাতুড়ি দিয়ে নির্মাণ শ্রমিক লিটনের (৩০) সজোরে আঘাত করে। এতে গুরুতর আহত হয়ে লিটন মাটিতে লুটিয়ে পড়ে। সহকর্মীরা আহত লিটনকে উদ্ধার করে প্রথমে কুনিয়ার তায়েরুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলাকারী জাহিদকে আটক করে। জাহিদের অসংলগ্ন কথাবার্তায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে মানসিক সমস্যায় ভুগছে। আহত লিটন স্থানীয় মোক্তার বাড়ি মালেক খানের বাড়িতে ভাড়া থাকে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।