গাজীপুরে ৭ মামলায় সাজাপ্রাপ্ত ও ১৫ মামলার ওয়ারেন্ট ভ’ক্ত প্রতারক এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে জিএমপি পুলিশ। গ্রেফতারকৃতরে নাম মোঃ মাসুদুর রহমান মাজেদ (৫০)। সে গাজীপুর মহানগরের গাছা থানার কামারজুরি পাতাকুর এলাকার মৃত ইয়াদ আলীর ছেলে।

জিএমপির উপ-পুলিশ কমিশনার জাকির হোসেন জানান,মাসুদুর রহমান মাজেদ ১৯৮৪ সালে চট্রগ্রাম আগ্রাবাদ দেশ গার্মেন্টস সেক্টরে সুপারভাইজার হিসেবে চাকুরি জীবনের শুরু করে। পরবর্তীতে সে ঢাকাস্থ কমলাপুর খলিল গ্রুপের লাইন চিফ,এনভয় গ্রুপের পি.এম,ইউলস গ্রুপের জি.এম ও ২০০৭ সালে গাজীপুরস্থ কোনাবাড়ি ফাহিম এ্যাটায়ার এন্ড কম্পোজিট লিমিটেডে নিজেই ব্যাবস্থাপক হিসেবে পরিচালনা করেন। ব্যাবসার এক পর্যায়ে গার্মেন্টস ফেব্রিক্স ও এক্সেসরিজ মালামাল ক্রয় করে টাকা পরিশোধ না করায় বিভিন্ন বাদী তার বিরুদ্ধে ১৫টি মামলা দায়ের করে। এর মধ্যে ৭টি মামলায় তার বিভিন্ন মেয়াদে সাজা হয়ে সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট জারি হয়। এছাড়া ৭টি মামলায় সি আর মোকাদ্দমা ওয়ারেন্ট ও ১টি জি আর মামলা ওয়ারেন্টসহ তার বিরুদ্ধে মোট ১৫টি ওয়ারেন্ট জারি হয়। পুলিশ বিভিন্ন কৌশল অবলম্বন করে ডিএমপি ভাটারা থানাপুলিশের সহায়তায় হিমবাড়ি এলাকা হতে বুধবার ভোররাতে মাজেদকে গ্রেফতার করে।পরে আসামীকে আদালতে সোপর্দ করা হয়।