মীর আনিস/ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচন ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। মহামারি নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৮ অক্টোবর মধুখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান বাচ্চু মারা যাবার পর চেয়ারম্যানের পদটি শূণ্য হয়। এ পদ পূরণে উপজেলা চেয়ারম্যানের পুনঃনির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে নির্বাচন কমিশন মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। তফসিল মোতাবেক আগামী ২৮ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষনার পরে চাঙ্গা হয়ে উঠছে মধুখালী উপজেলার রাজনৈতিক অঙ্গন , ঝড় বয়ে যাচ্ছে চায়ের টেবিলে।

নির্বাচনে আওয়ামীলীগ ও বিএনপির ডজন খানেক প্রার্থী বিভিন্ন ভাবে প্রার্থীতা জানান দিচ্ছেন। ব্যানার,পোষ্টার,ফেস্টুন টানিয়ে ও লিফলেট বিতরন করে নিজেদের প্রার্থিতা ঘোষনা করছেন। আওয়ামীলীগের প্রার্থীতা ঘোষনাকারীরা হলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান বাচ্চুর সহধর্মিনী নাসরিন জামান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল করীম বকু, উপজেলা যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম মিয়া,উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক, সাবেক ভিপি ও ফরিদপুর জেলা পরিষদের সদস্য মির্জা আহসানুজ্জামান আজাউল,সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুর রহমান মোলভারপ্রাপ্ত চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ, নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ানম্যান হাবিবুর রহমান হাবিব ও তরুন আওয়ামীলীগ নেতা সাবেক সদস্য স্বাস্থ্য ও জনসংখ্যা উপ কমিটি বাংলাদেশ আওয়ামী লীগ মো: আকরামুল করিম। বিএনপির প্রার্থীরা হলেন সাবেক ভাইস চেয়ারম্যান এ্যাড: গোলাম মনসুর নান্নু ও সাবেক ভিপি মেহেদী হাসান মুন্নু।