খাগড়াছড়ি জেলার মহালছড়িতে মুজিববর্ষে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কর্মহীন ও দরিদ্র পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে সেনাবাহিনী। ১০ জানুয়ারী রবিবার দুপুর ১ টার সময় মহালছড়ি জোনের আওতাধীন দূর্গম মগপাড়া এলাকায় উক্ত শীতবস্ত্র গুলো বিতরণ করা হয়। মুজিববর্ষে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস এবং শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখার লক্ষ্যে কর্মহীন ও দরিদ্র মানুষের সাহাযার্থে এগিয়ে এসেছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় উক্ত এই কার্যক্রম।

উক্ত মগপাড়ায় বসবাসরত একশত দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে মহালছড়ি জোন। দূর্গম পাহাড়ী অঞ্চলে শীতবস্ত্র বিতরণ কষ্টসাধ্য ও কঠিন কাজটি অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন করেছে মহালছড়ি জোনের সেনাসদস্যরা। উক্ত এলাকার কর্মহীন ও দুস্থ মানুষেরা তাদের এই দুর্দিনে প্রয়োজনীয় শীতবস্ত্র পেয়ে অত্যন্ত খুশি এবং সেনাবাহিনীর এই কার্যক্রমে তারা অনেক উপকৃত হয়েছেন বলে জানান।

মিল্টন চাকমা কলিন, মহালছড়ি, খাগড়াছড়ির প্রতিনিধি।