৬ গ‌্যাস বিতরণ কোম্পানির বকেয়া গ্যাস বিলের পরিমাণ ৯ হাজার ১৯ কোটি ৪ লাখ টাকা। মঙ্গলবার (১৯ জানুয়ারি) জাতীয় সংসদে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস‌্য আবদুল লতিফের প্রশ্নের জবাবে এ তথ‌্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

নসরুল হামিদ জানান, তিতাসের বকেয়া বিলের পরিমাণ ৬ হাজার ৬৭৭ কোটি ৮০ লাখ, বাখরাবাদ গ্যাস কোম্পানির বকেয়া ৬৯৬ কোটি ৮১ লাখ, কর্ণফুলীর ৮৪৪ কোটি ৯৫ লাখ, জালালাবাদের ৪৮৩ কোটি ৩২ লাখ, পঞ্চিমাঞ্চলের ১৯৫ কোটি ১৯ লাখ এবং সুন্দরবন গ্যাস কোম্পানির বকেয়া বিল ১২০ কোটি ৯৭ লাখ টাকা।

তিনি আরো জানান, ২০১২-১৩ অর্থবছরে সিস্টেম লস প্রায় শূন‌্যের কোটায় নেমে এলেও এখন তা আবার বেড়েছে। ১০বছরের মধ্যে সবচেয়ে বেশি সিস্টেম লস হয়েছে ২০১৮-১৯ অর্থবছরে। ওই অর্থ বছরে তিতাসের ৫ দশমিক ৭১ শতাংশ সিস্টেম লস হয়।