এবার এবছরের এসএসসি পরীক্ষা বাতিল করে অটোপাসের দাবীতে রাস্তায় নেমেছে পরীক্ষার্থীরা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ২০২১সালের এসএসসি পরীক্ষা বাতিল করে অটোপাসের দাবীতে মঙ্গলবার বিক্ষোভ ও মানববন্ধন করেছে। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠাণের এসএসসির (২০২১) পরীক্ষার্থীসহ শতাধিক শিক্ষার্থী গাজীপুর শহরে এ কর্মসূচি পালন করে ।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, বিশ^ ব্যাপী মহামারী করোনা পরিস্থিতিতে দেশের শিক্ষা প্রতিষ্ঠাণ সমূহ প্রায় ১১ মাস বন্ধ রয়েছে। এতে লেখা পড়ার ব্যাপক ক্ষতি হয়েছে। এ পরিস্থিতিতে ২০২০সালের মতো আগামী ২০২১ সালের এসএসসি পরীক্ষা বাতিল করে অটোপাসের দাবী জানায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠাণের এসএসসি পরীক্ষার্থীসহ শিক্ষার্থীরা। এ দাবীতে মঙ্গলবার দুপুরে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠাণের এসএসসি পরীক্ষার্থীসহ শিক্ষার্থীরা গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রায় এক ঘন্টা মানব বন্ধন ও বিক্ষোভ করে। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে চান্দনা চৌরাস্তা এলাকায় গিয়ে অনুরূপ কর্মসূচি পালন করে। এসময় রাণী বিলাসমনি সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী সাঈদ ও খোকন এবং গাজীপুর শাহীন স্কুলের রাতুল ও নিপুন বক্তব্য রাখে।