ফরিদপুর প্রতিনিধি: আসন্ন মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন স্বতন্ত্র প্রার্থী মো: আজিজুর রহমান মোল্যা রাতে তার নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন।
তার উপর হামলা , কর্মীদের মারধর ও মাইক ভাংচুরের অভিযোগ

আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ফরিদপুরের মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন নির্বাচন। আজ শনিবার রাতে নির্বাচনী কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থী মো: আজিজুর রহমান মোল্যা সংবাদ সম্মেলন করেন।
লিখিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন যে বেলেশ্বর বাজারে নির্বাচনী প্রচারনা চালানোর সময় কটা বাবুল,ভোলা সেলিম,রইচ,কটা জাহিদ,আনোয়ার,নান্নু,পাপ্পু,উজ্জলসহ অঞ্জাত আরো অনেকে আমার ও আমার কর্মীদের উপর হামলা চালিয়ে মারধর করে ও মাইক ভাংচুর করে। তারা আমার গাড়ীতেও হামলা চালায় এবং প্রাননাশের হুমকি দেয়। আজিজুর রহমান মোল্যা আরও অভিযোগ করেন যে মাকড়াইলে তার প্রচার মাইকের ব্যাটারী ও মেমোরী কার্ড খুলে নিয়ে যায়।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন রাতেই আমি বিষয়টি নির্বাচন কমিশন ও থানায় অভিযোগ দাখিল করব।