খাগড়াছড়ি জেলার মহালছড়িতে ৯ম দিনের মত চলতেছে কোভিড-১৯ টিকাদান কর্মসূচি। ১৬ ফেব্রুয়ারী মঙ্গলবার মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরেজমিনে গিয়ে দেখা যায় টিকা গ্রহনকারীদের দীর্ঘ লাইন। সবাই স্বতঃস্ফূর্ত ভাবে টিকা নিতেছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। সংশ্লিষ্ট সুত্রে জানা যায় মহালছড়িতে প্রথম দিন থেকে আজ দুপুর ২ টা পর্যন্ত প্রায় ৬০০ জনকে টিকা প্রদান করা হয়েছে। মহালছড়িতে প্রথম ধাপে মোট ভ্যাক্সিন এসেছে ৯৯ টি অর্থাৎ প্রথম ধাপে মোট ৯৯০ জনকে টিকা প্রদান করা যাবে।

টিকা গ্রহন করার পর মহালছড়ি উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মিল্টন চাকমা অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন টিকা গ্রহন করার পর তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। তিনি সবাইকে টিকা গ্রহন করার আহবান জানান। সাধারণ জনগণের জন্য টিকা সহজলভ্য ও দেশে দ্রুত টিকা প্রদান কার্যক্রম শুরু করার জন্য তিনি আওয়ামী সরকারকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, সারা দেশের ন্যায় মহালছড়িতেও গত ৭ ফেব্রুয়ারি থেকে কোভিড-১৯ টিকাদান কর্মসূচি শুরু করা হয় যা এখনও চলমান রয়েছে।

মিল্টন চাকমা কলিন, (মহালছড়ি)খাগড়াছড়ি প্রতিনিধি।