বেসরকারি নন-এমপিও এবং এমপিওভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের টিকা নিতে হবে। শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছে। গত ২৮ ফেব্রুয়ারি স্বাক্ষরিত আদেশটি সোমবার (১ মার্চ) জারি করা হয়।

এতে বলা হয়, যেসব শিক্ষক-কর্মচারীর বয়স ৪০ বা তদূর্ধ্ব তাদেরকে www.Surokkha.gov.bd- তে নিবন্ধন করে ভ্যাকসিন নেওয়া নিশ্চিত করতে হবে। আর যেসব শিক্ষক ও কর্মচারীর বয়স ৪০ এর নিচে তাদের তালিকা এবং শিক্ষার্থীদের তালিকা নির্ধারিত ছকে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের কাছে সফট কপি পাঠাতে হবে।

শিক্ষক-কর্মকর্তা, কর্মচারীদের নাম, পদবী, জাতীয় পরিচয়পত্রের নম্বর, জন্ম তারিখ, জেলা ও উপজেলা/থানার নাম পাঠাতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর এবং শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) মহাপরিচালক এবং সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের নির্দেশ দেওয়া হয়।