মেঘনা নদীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ১৫ জন ডাকাত সদস্য গ্রেপ্তার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ শ্যামল বাংলা। গতকাল সোমবার রাতে মেঘনা নদীর হাইমচর এলাকা এবং আজ মঙ্গলবার ভোরে হিজলা সাহেবের চর সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র ও দুইটি কাঠের নৌকাসহ ১৫জন ডাকাত সদস্যকে গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার বিকেলে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক এসব তথ্য জানান। তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে উক্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময় মেঘনা নদীর হাইমচর, হিজলা এবং সাহেবের চর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতি কাজে ব্যবহৃত কাঠের নৌকাসহ ১৫ জন ডাকাত সদস্যকে আটক করা হয়।’

তিনি বলেন, ‘পরবর্তীতে আটককৃতদের তল্লাশি করে একটি রামদা, তিনটি টি দা, একটি বটি, নয়টি মোবাইল ফোন ও দুটি ঘড়ি পাওয়া যায়। গ্রেপ্তারকৃতরা হলেন— বাগুন আলী (৩৫), নাগর আলী (৩০), কাওসার (২৫), সবুজ (২৩), রাজিব (২৪), ফিরোজ(২৭), রাকিব(২৬), ৮। বাবুল (২৬), ইব্রাহিম (২৮), আহম্মদ (২৮), আলমগীর (২৬), ইউনুস (২৬), জাহেদ (২৪), শাহিন (২৫) ও সাহেব আলী (২৫)।’

আমিরুল হক বলেন, ‘গ্রেপ্তারকৃত ডাকাত সদস্য সবাই হিজলা, হাইম চর এবং সাহেবের চর এলাকার বাসিন্দা। আটককৃত ডাকাত ও জব্দকৃত মালামাল রায়পুর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ডের আওতাভুক্ত এলাকা সমূহে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বনদস্যুতা ও ডাকাতি দমনে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।