ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমন ও বায়তুল মোকাররমে সংঘর্ষের প্রতিবাদে চট্টগ্রামের হাটহাজারীতে মাদ্রাসাছাত্র ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে মাদ্রাসাছাত্র ও পুলিশের বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত মাদ্রাসাছাত্রদের উদ্ধার করে হাসপাতালের নেওয়ার পর চারজন মারা গেছে বলে পুলিশ জানিয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সংঘর্ষের ঘটনায় আহত অনেককে হাসপাতালে আনা হয়। এর মধ্যে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি হওয়া চারজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তাদের পরিচয় এখনো জানা যায়নি।’

জানা গেছে, আজ শুক্রবার জুমার নামাজের পরই বিক্ষোভ মিছিল বের করেন হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা। মিছিল নিয়ে থানার সামনে এসে ইট-পাটকেল নিক্ষেপ করেন ছাত্ররা। এ সময় পুলিশ ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এতে কয়েকজন আহত হয়। এ ঘটনার প্রতিবাদে বেলা আড়াইটা থেকে মাদ্রাসার সামনে ছাত্ররা অবরোধ করে। এতে হাটহাজারী-নাজিরহাট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘বিক্ষোভকারীদের হামলায় পুলিশের ২০ সদস্য আহত হয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। বিক্ষোভকারীরা ছাত্ররা হাটহাজারী থানা, ভূমি অফিস, ডাকবাংলোতে হামলা করেন।’