ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় শিলাবৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। আজ বুধবার সকাল থেকেই রাজধানীর আকাশ কিছুটা ঘোলাটে দেখা যায়। দমকা বাতাস বইলেও গরম বেশি।

গতকাল মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের সন্ধ্যা ছয়টা থেকে আজ বুধবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে আরও জানানো হয়, ময়মনসিংহ, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও বরিশালের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝোড়ো বাতাসসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে।

এ ছাড়া গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা অঞ্চলসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তা কিছু কিছু জায়গায় কমে আসতে পারে বলেও আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।