গাজীপুরের এক টেক্সটাইল মিলে রবিবার ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে বিপুল পরিমান সুতা, ফেব্রিক্স ও মেশিনপত্রসহ ওই কারখানার বিভিন্ন মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের কর্মীরা প্রায় ৪ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া এবং স্থানীয়রা জানায়, গাজীপুর সদর উপজেলা ভবানীপুর এলাকার সালেক টেক্সটাইল মিলস লিমিটেডের এক তলা ভবনের একই সেডের থাকা উইবিং সেকশন ও গোডাউনে দুপুর পৌণে ১টার দিকে আগুনের সূত্রাপাত হয়। আগুন মূহুর্তেই ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারণ করে। কারখানার লোকজন আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাজীপুরের জয়দেবপুর, শ্রীপুর ও ময়মনসিংহের ভালুকা স্টেশনের ৮টি ইউনিটের কর্মীরা পর্যায়ক্রমে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। তারা প্রায় পৌণে চার ঘন্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ওই সেডে রক্ষিত বিপুল পরিমান সুতা, ফেব্রিকস, মেশিনপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। আগুও পুরোপুরি নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা সন্ধ্যার পর পর্যন্ত ড্যাম্পিংয়ের কাজ করেন। আগুনের সূত্রপাতের কারণ এবং ক্ষতির পরিমান তাৎক্ষণিকভাবে জানা যায়নি।