করোনার সংক্রমণ ঠেকাতে আট দিনের কঠোর লকডাউন বুধবার (১৪ এপ্রিল) থেকে শুরুর কথা বলা হলেও এর মধ্যেই ব্যাংকের সব ধরনের কার্যক্রম চালু থাকবে। মঙ্গলবার (১৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলাম সই করা নির্দেশনায় বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া দৈনিক ব্যাংকিং সময়সূচি সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১টা ৩০ পর্যন্ত নির্ধারণ করা হলো।

প্রসঙ্গত, করোনার সংক্রমণ ঠেকাতে ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে থেকে সাত দিনের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এই সময় আর্থিক প্রতিষ্ঠান বন্ধ রাখার কথা বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংকও সোমবার (১২ এপ্রিল) এক প্রজ্ঞাপনে এক সপ্তাহের জন্য দেশের সব ব্যাংকের শাখা বন্ধ রাখার নির্দেশ দেয়। এই সময়ে কেবল স্থলবন্দর, সমুদ্রবন্দর ও কাস্টমস-এর সঙ্গে সংশ্লিষ্ট শাখাগুলো খোলা রাখার কথা বলা হয়। এ খবরে গ্রাহকরা আজ ব্যাংকে ভিড় করেন। টাকা তোলার হিড়িক পড়ে যায়।